সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক প্রশিক্ষণ(প্রশিক্ষনাথী হ্যান্ডবুক)
দেশকে দুর্যোগের প্রকোপ থেকে রক্ষার জন্য দুর্যোগ ব্যবস্থাপনার সকলক্ষেত্রে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্ত
বায়ন ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। দুর্যোগকালে, দুর্যোগপূর্ব ও দুর্যোগোত্তর সময়ের
উপযোগী জরুরি সাড়া, প্রতিরোধ ও প্রশমন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো
সার্মথ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে।
সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা অনুসারে ইতোমধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত¡াবধানে
বাস্তবায়নাধীন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় নতুন কার্যক্রম শুরু করেছে। এ
কর্মসূচিভূক্ত দুটো কমপোনেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা
কর্মসূচি মূলত পূর্ব পরিকল্পনামূলক ও বাস্তব প্রকৃতির। দুর্যোগের সম্ভাব্যতা ও তা মোকাবিলার সামর্থ্যকে মাথায়
রেখেই উন্নয়নের সঠিক কর্মসূচি গ্রহণ এ কর্মসূচির এটি অন্যতম বৈশিষ্ট্য যা জনগোষ্ঠীর উন্নয়ন প্রক্রিয়ার সাথে
সামঞ্জস্যপূর্ণ। এ প্রক্রিয়া উন্নয়ন ও দুর্যোগের মধ্যে ভারসাম্য রক্ষায় অবদান রাখতে সক্ষম। মোটকথা সার্বিক
দুর্যোগ ব্যবস্থাপনা জনগণের অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ঝুঁকি হ্রাস, প্রশমন, প্রস্তুতি, সাড়া, পুর্নগঠন ও উন্নয়ন
প্রক্রিয়ার ওপর সমান গুরুত্ব দিয়ে থাকে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন ক্ষেত্রে এ কর্মসূচি নতুন দিগন্তের
উন্মোচন করেছে। এ কর্মসূচি সম্পর্কে সকল পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের তথা জনগণকে
সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।
এরই অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মাধ্যমে বাস্তবায়নাধীন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি
কম্পোনেন্ট ২-বি-র আওতায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষাণার্থী
হ্যান্ডবুক এবং প্রশিক্ষণ সহায়িকা প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আমার বিশ্বাস, এ প্রশিক্ষাণার্থী হ্যান্ডবুক ও
প্রশিক্ষণ সহায়িকা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সম্পর্কে সংশি−ষ্টদের দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে
এবং বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিকে আরও সফল করে তুলতে সক্ষম
হবে।
ইউএনডিপি ও ডিএফআইডি-র অর্থায়নে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি প্রণীত এ প্রশিক্ষণার্থী হ্যান্ডবুকটি
প্রকাশ করতে পেরে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো অত্যন্ত আনন্দিত। আশাকরি, এ উপযোগী প্রকাশনা সরকারের
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে কার্যকর অবদান রাখবে।
কে এইচ মাসুদ সিদ্দিকী
মহাপরিচালক
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো
Title | সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক প্রশিক্ষণ(প্রশিক্ষনাথী হ্যান্ডবুক) |
---|---|
Document Category | Disaster Management |
Document Type | Training |
Circulation Type | Public |
Publishing Date | May 2, 2007 |
Language | বাংলা |
Publisher information | Ministry of Disaster Management and Relief |
ISBN | N/A |
Refrence Number | 464289-11-12-2021 |