জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ ও স্থানীয় পর্যায়ে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা প্রণয়নে ব্যবহারিক গাইড
বিশ্বের দুর্যোগপ্রবণ দেশসমুহ দুর্যোগ মোকাবিলায় ত্রাণ নির্ভরতার পরিবর্তে দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণ প্রক্রিয়াকে অত্যন্ত
গুর‚ত্ব সহকারে বিবেচনায় নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে উদ্যোগী হ‛েছ। দুর্যোগপ্রবণ উন্নয়নশীল দেশসমুহ
ঝুঁকিহ্রাসকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের উন্নয়ন কর্মকান্ড এবং পরিকল্পনার মুলধারায় নিয়ে আসার জন্য
বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমান সময়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলার এই প্রচেষ্টাকে আরো কঠিন করে তুলেছে
জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী আপদ/দুর্যোগের মাত্রা ও সংখ্যা বৃদ্ধি
পা‛েছ ফলে আপদ/দুর্যোগ ও সংশ্লিষ্ট ঝুঁকিহ্রাসকরণের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্সবজ্ঞানিক তথ্য ও ভবিষ্যত
প্রবণতা বিশ্লেষন করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জর‚রী হয়ে পড়েছে।
দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সার্বিক দুর্যোগ
ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি)-র আওতায় জনগোষ্ঠীর ঝঁ ুকি নির‚পণ (সিআরএ) ও ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা
(আরআরএপি) গ্রহণের লক্ষ্যে ২০০৭ সালে জনগোষ্ঠীর ঝুঁকি নির‚পণ (সিআরএ) নির্দেশিকা প্রণয়ন করে। সিডিএমপি
১ম পর্যায়ে ৭টি পাইলট জেলার ৬৪৪টি ইউনিয়ন/পে․রসভায় সিআরএ নির্দেশিকা ব্যবহার করে ঝুঁকি চিহ্নিত করার
পাশাপাশি ইউনিয়ন/পে․রসভা ভিত্তিক ঝুঁকিহ্রাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করে। কর্মপরিকল্পনা অনুযায়ী সিডিএমপি’র
পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলেও স্থানীয় ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার
মুলধারায় সিআরএ নির্দেশিকা অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে এখনও কাংখিত সফলতা অর্জন করা সম্ভব হয়নি।
বর্তমান পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে সিআরএ নির্দেশিকাটি সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায়
জনগোষ্ঠীর ঝুঁকি নির‚পণ (সিআরএ) নির্দেশিকাটি সংশোধিত আকারে প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি সংশোধন
করার লক্ষ্যে সিডিএমপি’র কে․শলগত এবং বাস্তবায়ন-সহযোগী বিভিন্ন অংশীদারদের সাথে একাধিক মতবিনিময় সভা
করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সিডিএমপি’র বিশেষজ্ঞদের সাথেও মতবিনিময় করা হয়েছে এবং সবশেষে একটি
কর্মশালার মাধ্যমে সংশোধিত নির্দেশিকাটি চ‚ড়ান্ত করা হয়েছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে, জাতীয় উন্নয়ন
পরিকল্পনায় দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম অন্তর্ভূক্ত করা এবং এ সংক্রান্ত সকল উদ্যোগে সরকারী ও বেসরকারী
প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার ক্ষেত্রে আরো কার্যকরী ভ‚মিকা রাখার লক্ষ্যে সংশোধিত নির্দেশিকাটি
প্রণয়ন করা হয়েছে। সিআরএ নির্দেশিকাটি সংশোধন করার ক্ষেত্রে সিডিএমপি ১ম পর্যায়ের দু’টি গুরুত্বপূর্ণ শিক্ষাকে
বিবেচনায় নিয়ে নির্দেশিকাটিতে জলবায়ু পরিবর্তন বিষয়াবলী অন্তর্ভূক্ত করা হয়েছে যাতে করে ঝুঁকি চিহ্নিত করার
পাশাপাশি ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন করার সময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নিয়ামক ও বিবেচনাসমূহ আমলে
নিয়ে স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সহজতর করা যায়। একই সাথে স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহজবোধ্য ও সহজে
ব্যবহার উপযোগী করার জন্য সম্পূর্ণ নির্দেশিকাটি আগের তুলনায় আরো সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে।
জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপন নির্দেশিকা বা ঈড়সসঁহরঃু জরংশ অংংবংংসবহঃ (ঈজঅ) এঁরফব ইড়ড়শ টি
বিপদাপন্ন জনগোষ্ঠী ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সরাসরিভাবে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন
বিভাগ/সংস্থা/সংগঠনকে সকল প্রকারের আপদ ও ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকিহ্রাসকরণ পরিকল্পনা প্রণয়ন এবং ঝুঁকিহ্রাস
কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভুমিকা রাখবে বলে আশা করা যা‛েছ। একই সাথে সংশোধিত এই নির্দেশিকাটি দুর্যোগ
ব্যবস্থাপনায় জাতীয় লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমকে
মুলধারায় সম্পৃক্ত করতে আরো গুর‚ত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যা‛েছ।
পরিশেষে নির্দেশিকা ক্সতরী ও পরবর্তীতে সংশোধনের সাথে জড়িত প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ।
মোহাম্মদ আবদুল কাইয়ুম
জাতীয় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি-২)
Title | জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ ও স্থানীয় পর্যায়ে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা প্রণয়নে ব্যবহারিক গাইড |
---|---|
Document Category | Disaster Management |
Document Type | Training |
Circulation Type | Public |
Publishing Date | N/A |
Language | বাংলা |
Publisher information | Department of Disaster Management and Relief |
ISBN | N/A |
Refrence Number | 371816-11-12-2021 |